বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডোমারের বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি 

ডোমারের বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী, বামুনিয়া ও জোড়াবাড়ী ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুদর্শন একাডেমিক ভবনের উদ্বোধন ও ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এছাড়া তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, নীলফামারী জেলা পরিষদের সদস্য ও বোড়াগাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সহিদ আহম্মেদ সান্তু, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হাবিব বাবু, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মমিনুর রহমান প্রমুখ।

তিন বিদ্যালয়ের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্ব-স্ব প্রধান শিক্ষকরা সভাপতিত্ব করেন। উল্লেখ্য, ডোমার এলজিইডির বাস্তবায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

টিএইচ